শিক্ষার্থী ও অভিভাবকদের যা মেনে চলতে হবে :
১. আমাদের ক্লাসের পড়া ক্লাসেই পড়ানো হয়। নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাসে অনুপস্থিত থাকলে পূর্বে জানিয়ে দিতে হবে।
২. এক মাসে ৩ দিনের বেশি অনুপস্থিত থাকা যাবে না। তবে স্কুল বা কলেজের পরিক্ষা বা জরুরী প্রয়োজনে শিথিলতা রয়েছে।
৩. কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানের সম্পদ যেমন : চেয়ার, টেবিল, মনিটর ইত্যাদি নষ্ট বা ক্ষতি করলে তাকে প্রদান করতে হবে।
৪. শিক্ষক বা অফিসের কারো সাথে খারাপ আচরণ বা অহেতুক তর্ক করা যাবে না। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীকে সাথে সাথে বহিস্কার করা হবে।
৫. ক্লাস চলাকালীন সময়ে অভিভাবকদের ক্লাসে প্রবেশ নিষেধ, কারণ এতে শিক্ষার্থীদের পড়া-শোনায় ব্যাঘাত হয়। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীকে সাথে সাথে বহিস্কার করা হবে।
৬. ছাত্র-ছাত্রীদের প্রতি দিনের ক্লাস Perfomance এর Score অভিভাবকদের অনলাইন অ্যাপ্স থেকে প্রতিদিন দেখে নিতে হবে। পরবর্তীতে কোন অভিযোগ গ্রহন করা হবে না।
৭. ছাত্র-ছাত্রীদের সম্পর্কে কিছু জানার বা কোন অভিযোগ থাকলে অভিভাবকদের অফিস থেকে জেনে নিতে হবে। এক্ষেত্রে ক্লাসের শিক্ষকের সাথে কথা বলা যাবে না। বিশেষ ক্ষেত্রে শিথিলতা রয়েছে।
৮. পরিক্ষা বা অন্য কোন কারণে ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকলে উক্ত মাসের বেতন প্রদান করতে হবে।
৯. কোন শিক্ষার্থী যদি ৩ থেকে ৪ মাস অনুপস্থিত থাকে তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।
১০. শালীন পোশাক পরিধান করতে হবে। অশালীন পোশাক পরিধান করলে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
১১. আমাদের YouTube ও Facebook page এ লাইক দিয়ে রাখবেন। যাতে করে আপনার সন্তানের Perfomance সরাসরি দেখতে পারেন।
১২. শিক্ষার্থীকে প্রতিদিন ৩০ মিনিট করে কার্টুন দেখাতে হবে। শিক্ষার্থী কার্টুন দেখেছে কি না তা নিশ্চিত হয়ে কার্টুন শীটে স্বাক্ষর করবেন।
১৩. বেতন বই নিজ দায়িত্বে লিখে নিয়ে আসবেন।
* ১৪. যদি আপনার সন্তান ক্লাস কেজি অথবা ১ম শ্রেণীতে পড়ে সেই ক্ষেত্রে প্রথমে ৩টি ক্লাস নেওয়া হবে । যদি শিক্ষার্থী ৩টি ক্লাসে ভালো ফিডব্যাক আসে তাহলে তাকে ভর্তি নেওয়া হবে। অন্যথায় ভর্তি বাতিল করা হবে এবং ৩টি ক্লাসের জন্য ৩০০ টা প্রদান করতে হবে।